29 C
Bangladesh
Saturday, June 3, 2023
spot_img

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সবচাইতে জনবান্ধব নেতা-ড. সেলিম মাহমুদ

স্টাফ রিপোটার-বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, আমার দেখামতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরে সবচাইতে বেশী জনবান্ধব ও কর্মী বান্ধব নেতা হচ্ছেন তারই সুযোগ্য র শেখ হাসিনা। তিনি সব সময় এ দেশের সাধারণ মানুষের কথা ভাবেন। কিভাবে এ দেশের জনগণ খেয়ে পরে বেঁচে থাকতে পারবে এটি নিয়ে তিনি চিন্তা করেন। যে কারণে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা আলিম মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর নির্দেশে ও ব্যাক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার শাড়ী কাপড় বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। তার অনুগত কর্মী হিসেবে ঈদ উপলক্ষে আপনাদের কাছে তার উপহার পৌঁছে দেয়ার জন্য এসেছি। আমাদের উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এভাবে উপহার পৌঁছে দেয়া হবে। এর আগে যারা এখানে নেতৃত্ব দিয়েছেন এবং এখনো দিচ্ছেন তারা আপনাদের অতি নিকটে আসেননি। আমি মনে করেছি আপনাদের পাশে থাকা একান্ত দরকার। যে কারণে অতিমারি সময় থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি।

সেলিম মাহমুদ বলেন, প্রায় আড়াই বছর সময় আমরা অতিমারিতে অতিবাহিত করেছি। বিশে^র অনেক ধনী রাষ্ট্রে যখন করোনায় আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন, তখন আল্লাহর ইচ্ছায় আমাদের দেশের লোকজন অনেক ভাল ছিল। এরপর এসেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের কারণে সারা বিশে^ জ¦ালানি তেলসহ খাদ্য সমাগ্রীর দাম বেড়েছে। এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। কিন্তু শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে আমরা এখনো অন্য দেশের তুলনায় ভাল আছি।

তিনি বলেন, শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন। এখন তিনি ১০০ বছরের বিশাল পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। পরিকল্পনার আলোকে তিনি কাজগুলোও বাস্তবায়ন করছেন। তিনি ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। আমি আশা করব, আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধামন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিবেন।

তিনি আরো বলেন, এলাকায় যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেন এবং জনপ্রতিনিধি হিসেব কাজ করেন তারা সরকারের অংশ। তারা আপনাদের বিভিন্ন সমস্যা দেখেন। সরকারি প্রত্যেকটি সাহায্য সহযোগিতা পৌঁছে দেন। তারপরেও আপনাদের মধ্যে যদি কেউ সমস্যা পড়েন, কষ্টে থাকেন, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি শেখ হাসিনার একজন নগন্য কর্মী হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

এদিন তিনি উপজেলার ১নম্বর থেকে ৭ নম্বর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসহায়দের হাতে ঈদ উপহার শাড়ী কাপড় তুলে দেন। ঈদ উপলক্ষে উজেলার পৌর এলাকাসহ সবগুলো ইউনিয়নে তিনি ৯ হাজার শাড়ী বিতরণ করবেন বলে জানান।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্কাছ আলী মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল পারভেজ মিয়াজী, সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল ভুঁইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর দেওয়ান, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু বিষ্ণু, প্রবীণ আওয়ামী লীগ নেতা হারাধন চক্রবর্তী, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন ও বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন প্রমূখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,795FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles