
আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখেছি আল্লাহর নৈকট্য লাভের আশায়। মাহান আল্লাহ রাসুল যেন আমাদের রোজা, নামাজ, তারাবিহসহ সকল ঈবাদত কবুল করেন সেই প্রার্থনা করছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার ঈদ এসেছে। রমজানের ঈদ সকল মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এই ঈদে সকলে ভেদাভেদ হিংসা বিদ্দেশ ভুলে আমরা মিলে ঈদের আনন্দ উপভোগ করে সমানভাবে এটাই আমাদের প্রত্যাশা। আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি স্তরে কুরআনকে গাইড লাইন হিসেবে মেনে চলি
সবাই মিলে ঈদের আনন্দ উপভোগ করি।
পবিত্র ঈদ উল ফিতরের এই আনন্দ ঘন মুহুর্তে আমাদের প্রাণ প্রিয় পাঠক, গ্রাহক, হকার, বিজ্ঞাপন দাতা, পৃষ্ঠপোষক, শুভাকাংখী, শুভানুধ্যায়ী, সাংবাদিক, কলামিষ্ট, ব্যাবসায়ী, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক।
মোঃ এরশাদ খান, প্রকাশক দৈনিক চাঁদপুর সময় ,সম্পাদকও প্রকাশক বাংলা স্টার