
বাংলা স্টার ডেস্ক-লতি বছর বিশ্বের কোন দেশে কবে শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল মুসলিম বিশ্বে বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষপর্যন্ত বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। ফলে এ অঞ্চলের দেশগুলোতে আজ শুক্রবারই (২১ এপ্রিল) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
উল্লেখ্য, বাকি দেশগুলোতে শনিবার (২২ এপ্রিল) ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।
চলুন দেখে নেওয়া যাক শুক্রবার কোন কোন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর-
১. সৌদি আরব: বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।
২. সংযুক্ত আরব আমিরাত: সৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
৩. বাহরাইন: দেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।
৪. কাতার: বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।
৫. কুয়েত: কুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।
৬. লেবানন: শুক্রবার ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।
৭. ফিলিস্তিন: শুক্রবার ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।
৮. ইয়েমেন: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
৯. ইরাক: শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।
১০. জর্ডান: জর্ডান শুক্রবার ঈদ উদযাপন করছে।
১১. মিশর: মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।
১২. আলজেরিয়া: উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করবে।
১৩. সিরিয়া: সিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার ঈদ উদযাপন করবে।
১৪. তিউনিশিয়া: শুক্রবার ঈদের আনন্দে মেতেছেন তিউনিশিয়ার বাসিন্দারা।
১৫. সুদান: উত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।
সূত্র: খালিজ টাইমস