
বাংলা স্টার ক্রীড়া ডেস্ক-এশিয়ান গেমসে নারী ফুটবল দলের পাশাপাশি পুরুষ দলও অংশ নেবে। মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এ কথা বলেছেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় সৈয়দ শাহেদ রেজা বলেন, পুরুষ ও নারী দুটো ফুটবল দলকেই তারা এশিয়ান গেমসে পাঠাবেন।
উল্লেখ্য, বিওএর নির্বাহী কমিটির গত সভায় নারী ফুটবল দলকে এশিয়ান গেমসে প্রেরণের সিদ্ধান্ত হলেও ছেলেদের না পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। তারপর এ নিয়ে তীব্র সমালোচন মুখে পড়ে বিওএ। বাফুফে নারী দলের পাশাপাশি পুরুষ দল পাঠানোর জন্য বিওএকে অনুরোধ করে চিঠি দেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে।