
কচুয়া প্রতিনিধি-চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধন করা হয়।
এ উপলক্ষ্যে সোমবার (২২ মে) বিকালে বিদ্যালয় প্রাঙ্গাণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, সমাজ সেবক মিজানুর রহমান প্রমুখ।