35 C
Bangladesh
Thursday, June 1, 2023
spot_img

কাজী নজরুল বহু গুণের ধুমকেতুর মতন আবির্ভূত হয়েছিলেন-কামরুল হাসান

বাংলা স্টার রিপোট-চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম বহু গুণের ধুমকেতুর মতন আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর লেখা গান অনুপ্রাণিত করেছিল। তিনি ছিলেন মানবতার কবি। দারিদ্রের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশীদূর এগিয়ে যেতে পারেনি।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একজন স্বাধীনতার বীজ বপন করেছেন এবং আরেকজন জীবন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। হাজার বছরের বাঙালির সাংস্কৃতিক ও রাজনৈতিক জাগরণের প্রশ্নে যাদের নাম চলে আসে, তাঁরা হলেন কবি কাজী নজরুল ইসলাম ও স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরা মন ও মননে অভিন্ন। বৃটিশ শাসিত সময়ে বঙ্গবন্ধু ও নজরুলের জন্ম। দুজনের ঐক্যসূত্র একই জায়গায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম বাবু’র সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক, গবেষক ও শিশু সাহিত্যিক সরকার আবদুল মান্নান।আলোচনা সভার পূর্বে জেলার বিভিন্ন সংগঠনের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,790FollowersFollow
20,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles