
বাংলা স্টার অনলাইন ডেস্ক-গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৫০টি কেন্দ্রের ফলাফলে ১৭ হাজার ৫০০ ভোটে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন এক লাখ ৮০ হাজার ৮৭৮ ভোট। আর নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৩৭৮ ভোট।
রাত সোয়া ১২টায় গাজীপুর জেলা পরিষদের ভবনের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।
এর আগে, ৩০০টি কেন্দ্রের ফলাফলে ১৫ হাজার ৪০০ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৫ ভোট। আর নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৬৭৫ ভোট।
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। কোনো প্রকার অনিয়ম ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হয়। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।
এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ ৩৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৯২ হাজার ৭৬২, নারী ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন। প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার ৩ হাজার ৪৯৭ এবং পোলিং অফিসার ৬ হাজার ৯৯৪ জন।