
বাংলা স্টার রিপোর্ট। চাঁদপুরে ঐক্যতান তরুণ সংঘ ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেে। ২ জুন চাঁদপুর শহরের ৭ নং ওয়ার্ড আক্কাস আলী হাই স্কুল মাঠে ঐক্যতান তরুণ সংঘ ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজনে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন এই ঐক্যতান তরুণ সংঘ ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে যারা খেলোয়াড়রা রয়েছেন এরা একদিন জাতীয় পর্যায়ে গিয়ে খেলবে এবং চাঁদপুরের সুনাম বয়ে আনবে এই সন্তানরা যদি নিয়মিত খেলাধুলা থাকে তাহলে মাদকে জড়াবে না। খেলাধুলার থাকলে শরীর ও ভালো থাকে তোমরা এগিয়ে যাও আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমি করব ইনশাল্লাহ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, রেলওয়ে শ্রমিক নেতা মোঃ জুয়েল পাটোয়ারী, মোহাম্মদ মালেক মোল্লা ৭ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মাঝি সহ ঐক্যতান তরুন সংঘ ক্লাবের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।