29 C
Bangladesh
Saturday, September 30, 2023
spot_img

দুর্নীতির অভিযোগে গণস্বাস্থ্যের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ দুজন বরখাস্ত

বাংলা স্টার নিজস্ব প্রতিবেদক-গুরুতর অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও অর্থ পরিচালক মনিকা সরকারকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানো হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা ট্রাস্টি বোর্ডের ক্ষমতা বলে বরখাস্ত ও কারণ দর্শানোর নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. মুহিব উল্লাহ খোন্দকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। একই প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) মনিকা রানী সরকার।
তাদের দুইজনের বিরুদ্ধে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন কেনাকাটায়, ছাত্রছাত্রী ভর্তি এবং বিভিন্ন আর্থিক লেনদেনে অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এসেছে। ইতোমধ্যে এ ব্যাপারে একাধিক জাতীয় দৈনিক ফলাও করে সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের কমিটির সামনে হাজির হয়ে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা প্রদানসহ জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হলো।

তাদের দুজনকে দেওয়া চিঠিতে আরো বলা হয়, আর্থিক অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গুরুতর হওয়ায় আপনাদের সাময়িকভাবে বরখাস্ত করা হলো। গণস্বাস্থ্য কেন্দ্র সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া যাচ্ছে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পর আপনাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এতে আরো বলা হয়, ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বদলে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন ডা. বদরুল হক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,875FollowersFollow
21,200SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles