
স্টাফ রিপোটার- বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় চাঁদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, দিবসগুলোতে জেলা পর্যায়ের কর্মসূচিগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও পালন করবো। আমরা চেষ্টা করবো এ তিন দিবস কত ব্যাপক পর্যায়ে করতে পারি। সরকারি সকল কর্মকর্তারা এ দিবসগুলোতে উপস্থিত থাকতে হবে।
জেলা প্রশাসক ৫ আগষ্টের কর্মসূচি সম্পর্কে বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ এবং সাড়ে ১০টায় আলোচনা সভা স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে না করে মাঠে উম্মুক্তভাবে বড় পরিসরে করা হবে৷ আলোচনা শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিনি ৮ আগষ্টের কর্মসূচি সম্পর্কে বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উপলক্ষে গতবছরের প্রোগ্রামের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো উদযাপন করার জন্যে বলা হবে। এছাড়াও ৪০জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও ৪০ জন অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
জেলা প্রশাসক ১৫ আগষ্টের কর্মসূচি সম্পর্কে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১ আগষ্ট থেকে সবাই কানো ব্যাজ বুকে ধারণ করা হবে। এছাড়াও সকাল ৯টায় সরকারি কলেজে পুষ্পস্তবক অর্পণ করে সাড়ে ৯টায় র্যালী করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি বাস্তবায়নে নাটক মঞ্চায়ন করা হবে। সকল শিক্ষা প্রিতষ্ঠনকেই এ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা স্কাউটস এর সম্পাদক অজয় ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য শহিদ পাটোয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার প্রমূখ।